Cute Orange Flying Butterfly অক্টোবর 2017 ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

কালো জাদু ও তার প্রতিকার ( ভূমিকা পর্ব )



আসসালামু আলাইকুম। সম্মানীত পাঠকবৃন্দ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কুদরতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
পাঠকবৃন্দ, দীর্ঘদিন ধরে বিশ্রামের পর টনক নড়লো বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা Black Magic বা কালো জাদু সম্পর্কে।
সময়ের পরিবর্তে এটি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে, সামান্য ঝামেলায় জড়ালেই একে অপরকে ঠেকিয়ে দেওয়ার জন্য সরাসরি এই বস্তুর আশ্রয় গ্রহণ করে থাকে।
বর্তমানে রাস্তার ধারের অর্থাৎ ফুটপাতের বই বিক্রেতার কাছেও জাদু শেখার বই পাওয়া যাচ্ছে।
আর ইউটিউব সহ ব্লগ আর ফোরামেও এই নিয়ে একদল দুষ্কৃতিমনা ব্যক্তি কাজ করে যাচ্ছে।


সময়ের ব্যবধানেই এর প্রচার প্রসার ঘটছে তড়িৎ গতিতে।
এই কালো জাদু কি আজ নতুন কোন জিনিষ??
আর নেই কি এর কোন প্রতিকার??
আজ আমি আপনাদের এর শারয়ী সমাধান দেখাবো।
তারপূর্বে এ ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো...

কারা জাদু করে?

কিভাবে করে?

যদি কাউকে জাদু করা হয় তবে কি কি ক্ষতি হতে পারে?

জাদুগ্রস্থ হলে তা বোঝার উপায় কি??

এটা ইসলামী শরীয়তে বৈধ কি-না??

এবং

জাদুর শারয়ী প্রতিকার।

এই ৬টি পয়েন্টের উপর সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ
আপনাদের সুবিধার্থে পুরোটা একবারে না লিখে পর্ব আকারে লিখতে যাচ্ছি...!!
আশাকরি আপনারা ধৈর্য সহকারে এই বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করবেন।
আর তা দ্বারা নিজেদের এবং সমাজের জাদুগ্রস্থ ব্যক্তিদের উপকার করবেন ।।



শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

বিজ্ঞান ও নাস্তিকতা

আজ আমরা বিজ্ঞানের আলোকে দেখব, কোন কিছুর পেছনে সৃস্টিকর্তার প্রয়োজন আছে কি-না??
এবং নাস্তিকেরা যে যুক্তি প্রদান করে তা সঠিক কি না??? 


.
আমরা জানি, নাস্তিকেরা বিজ্ঞান মনষ্ক।
তাই আসুন তাদের দেওয়া যুক্তি বিজ্ঞানের আলোকে তুলনা করি।
এ ব্যাপারে আমরা rational method অনুসরন করব।
.
র‍্যাশনাল পদ্ধতি হলোঃ-
যা দ্বারা মানুষ তার চারপাশের বস্তুসমুহকে তার ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করে।
সেই বস্তু সম্পর্কে তার কাছে কিছু
Previous information থাকে। সেই previous information কে ব্যাবহার করে সে কোন বিষয়ে
সিদ্ধান্ত নেয়। সব মানুষই এই পদ্ধতিতে চিন্তা করে থাকে।
Scientific method আর logical method
কে rational method এর শাখা বলা যেতে পারে।
.
মানুষ কিভাবে সিদ্ধান্ত গ্রহন করে, তার একটা উদাহরণ দেই,
যখন আপনার দরজায় কেউ knock করে, তখন আপনি কিন্তু মাপতে বসেন না যে, কত frequency তে
Sound wave টা আসলো, তারপর হিসাব করেন না যে একজন মানুষ কত জোরে বা কত
Frequency তে আঘাত করতে পারে….
তারপর দরজা খোলেন???
নাহ্‌,
আমরা কেউই এইভাবে সিদ্ধান্ত নিইনা। বরং দরজায় knock করলে তা আমরা ইন্দ্রিয় (শ্রবণ) দ্বারা
উপলব্ধি করি।
আমাদের মস্তিষ্কে এর ব্যপারে previous information আছে যে, knock করা মানে কেউ এসেছে,
এবং তখন আমরা দরজা খোলার সিদ্ধান্ত নিই।
তার মানে দাঁড়ায় যে, rational method এ সিদ্ধান্ত
গ্রহণ করতে নিম্নোক্ত জিনিষ সমূহ লাগে।
আর তা হল ঃ-
১. বাস্তবতা
২.ইন্দ্রিয় দ্বারা বাস্তবতাকে উপলব্ধি করা
৩.বাস্তবতা সম্পর্কে previous information
4. Previous information এর সাথে link করে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ sound mind…
.
প্রশ্ন আসতে পারে স্রষ্টার কোনো বাস্তবতা আমাদের সামনে নেই যে আমরা তাকে ইন্দ্রিয় দ্বারা
উপলব্ধি করবো, তাহলে স্রষ্টার অস্তিত্ব এই পদ্ধতিতে বুঝবো কিভাবে?
জ্বি, আমিও এই ব্যাপারে দেখাব স্রস্টার কোন অস্ত্বিত্ব আমরা দেখতে পাই কি-না???
.
আপনার দরজায় নক করলে আপনি দরজার বাইরে কারো অস্তিত্ব বুঝতে পারেন, কিন্তু যিনি নক করছে
, তিনি কি পুরুষ না মহিলা, ফর্সা নাকি কালো তা কিন্তু বুঝতে পারেন না।
তবে তার অস্তিত্ব বোঝা যায়।
আমাদের সামনে স্রষ্টার বাস্তবতা না থাকলেও সমস্যা নেই।
আমাদের চারপাশে যে বস্তুসমুহ আছে,
যাদেরকে আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, চলুন সেগুলোকে rational study করে দেখি।
আমরা আমাদের আশপাশের প্রকৃতিকে পর্যবেক্ষণ করবো, এবং দেখব আদৌ কোন স্রষ্টার প্রয়োজন
আছে কিনা?
এখানে মনে রাখতে হবে এই পদ্ধতিতে আমরা দেখব মহাবিশ্বের স্রষ্টা আছে কিনা?
কিন্তু তিনি দেখতে কেমন, কিভাবে কাজ করেন তা rationally জানা সম্ভব নয়।
কারণ উনি
আমাদের ইন্দ্রিয়ের বাইরে, তাঁকে জানার উপায় একটাই, আর তা হল উনি যদি নিজে থেকে
আমাদেরকে জানান।(আগের পোস্টে আমরা তাঁর আকার আকৃতি তাঁর নিজ কথা অর্থাৎ কোরআন
থেকে প্রমান করেছি।
কারোও দেখার ইচ্ছা থাকলে তা দেখে নিতে পারেন।)
.
আমাদের চারপাশের প্রত্যেকটি বস্তুর মধ্যেই ২ টি বৈশিষ্ট্য বিদ্যমান।
এরা প্রত্যেকেই সীমাবদ্ধ এবং
নির্ভরশীল।
যেমনঃ- গাছ আকার আকৃতি দ্বারা সীমাবদ্ধ এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য সূর্য,
পানি এগুলোর উপর নির্ভরশীল।
মানুষ নানা দিক দিয়ে সীমাবদ্ধ এবং নির্ভরশীল।
আলো তরঙ্গদৈর্ঘ্য
গতি দ্বারা সীমাবদ্ধ, নির্ভরশীল উৎস কিংবা রুপান্তর প্রক্রিয়ার উপর।
প্রত্যেকটি বস্তু নিজেকে টিকিয়ে রাখার জন্য অন্য কিছুর উপর নির্ভরশীল এবং এরা কেউই
নিজেরা নিজেদের অস্তিত্তের জন্য দায়ী নয়।
যদি নিজেরা নিজেদেরকে অস্তিত্তে আনত
তাহলে সীমাবদ্ধতা আর দুর্বলতার উর্ধ্বে থাকতো।
যদি ধরে নিই যে, নির্ভরশীলতার দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল এবং কোনো
স্রষ্টার দরকার নেই, তাহলে আদিকাল থেকে চলে আসা ঘটনা বা বস্তুসমুহের স্বরূপ দাঁড়ায়,
(Y<--X<--X <--X) অর্থাৎ কোন শুরু ছাড়াই অনন্তকাল থেকে এক বস্তু অন্য বস্তুর উপর
নির্ভর করে বেঁচে আসছে।
একটার পর অন্য আরেকটায় রুপান্তরিত হচ্ছে, এবং অনন্তকাল
পর্যন্ত তা হতে থাকবে। আমরা ঘটনাক্রমে Y তে আছি।
এটা অসম্ভব।
কারণ কোন শুরু না থাকলে, v, w, x, y এদের কারো অস্তিত্তে আসা সম্ভব নয়।
.
একটা উদাহরণ দেই,
আপনি একটা ক্রিকেট দলের ১০ নাম্বার ব্যাটসম্যান।
আপনি নামবেন ৯ জনের পর।
আপনি কোনো দলের ১০০ তম ব্যাটসম্যান হলে নামবেন ৯৯ জনের পর।
আপনার দলে যদি অসীম
সংখ্যক ব্যাটসম্যান থাকে, তাহলে আপনি কবে নামবেন???
.
কখনই নামবেন না, কারন আপনার পূর্বে অসীম সংখ্যক ব্যাটসম্যান আছে।
আপনার পরেও অসীম
সংখ্যক ব্যাটসম্যান আছে।
(অর্থাৎ আপনার জন্য শুরুও নেই, শেষ ও নেই)...
আপনার আগেরজনের
পূর্বেও অসীম সংখ্যক, তার আগের জনের পূর্বেও অসীম সংখ্যক............
সুতরাং কোন ব্যাটসম্যানই নামতে পারবেনা, কারণ প্রত্যেকের পূর্বেই আছে অসীম সংখ্যক......
অর্থাৎ কোনো শুরু যদি না থাকে তাহলে কেউই exist করতে পারবে না।
অসীম এই শব্দটা শুধু mathematical ব্যপারে ব্যাবহার করা হয়।
বাস্তবতায় কোন কিছুই অসীম
নয় (আমাদের চেনা বাস্তবতায়)।
সুতরাং একটা শুরু আছে।
আরেকটা সহজ উদাহরণ দেই, আপনাকে যদি বলি ১০ থেকে শুরু করে ৯৯ পর্যন্ত য় আসেন,
আপনি গনণা করতে পারবেন।
কিন্তু যদি বলা হয়, অসীম থেকে শুরু করে ৯৯ পর্যন্ত গনণা করেন।
it’s impossible ….. আপনি শুরুই করতে পারবেন না এবং ৯৯ তেও আসতে পারবে্ন না।
৯৯ তে আসতে হলে শুরু আপনাকে করতেই হবে।
সুতরাং মহাবিশ্বের শুরু আছে, এবং
সে নিজে নিজে তা শুরু করেনি।
.
নাস্তিকদের যুক্তিঃ-
তারা বলছে z<--y<--x<--w<--v<--z অর্থাৎ এটা একটা বৃত্তাকার চক্র।
অর্থাৎ Z থেকে শুরু হয়ে আবার Z এ এসে মিশেছে এবং Z হল INITIATOR.
অর্থাৎ চক্রটাকে ছোট করলে হয় যে Z<--> Y….(প্রথম আর শেষ বস্তু)...
সুতরাং
Z, Y এর উপর নির্ভরশীল, আর y, z এর উপর নির্ভরশীল।
কিন্তু Z না থাকলে তো
Y existence এ আসতে পারেনা।
আবার Y না থাকলে Z আসতে পারেনা।
তাহলে হয় দুইজন একইসাথে exist করে অথবা দুইজনই তাদের অস্তিত্বে আসার
জন্য এই বৃত্তের বাইরে তাদের কোনো স্রষ্টার উপর নির্ভরশীল।
দুইজন একসাথে exist করলে সমস্যা আছে।
তাহলে পৃথিবীর তথা মহাবিশ্বের সব
ঘটনাকে একসাথে exist করতে হবে...
অর্থাৎ আমি , আমার দাদা, আমার দাদার দাদার দাদার দাদা,
আমার নাতি, আমার নাতির নাতির নাতি সবাইকে একসাথে exist করতে হবে। কিন্তু আমরা
বাস্তবতায় এটা দেখিনা।
উপরন্তু Z যেহেতু Y এর উপর নির্ভরশীল, সেহেতু Y এর এমন কিছু
বৈশিষ্ট্য আছে যা INITIATOR Z এর নেই। তার মানে Y তার অস্তিত্বের জন্য Z এর উপর নির্ভরশীল নয়।
#বিবর্তনবাদ এই পয়েন্টে যুক্তিহীন প্রমানিত হয়।
একইভাবে Z এর কিছু বৈশিষ্ট্য আছে যার কারণ Y নয়। তাই Z ও Y এর উপর নির্ভরশীল নয়।
এরা প্রত্যেকেই এদের অস্তিত্তের জন্য এদের চক্রের বাইরের কারো উপর নির্ভরশীল।
.
সুতরাং মহাবিশ্ব নিজেকে নিজে অস্তিত্তে আনেনি, এবং এর পুরো অস্তিত্ব অন্য কারো উপর নির্ভরশীল।
অর্থাৎ মহাবিশ্বের অবশ্যই একজন স্রষ্টা আছে এবং সেই স্রষ্টা মহাবিশ্বের উপর dependent নন,
কারণ তাহলে তিনিও চক্রের মধ্যে ঢুকে পড়েন এবং তিনিও অস্তিত্তের জন্য অন্যের উপর নির্ভরশীল
হয়ে পড়েন। সুতরাং মহাবিশ্বের অস্তিত্তের জন্য একজন স্রষ্টা থাকা অপরিহার্য।
স্রষ্টা ছাড়া মহাবিশ্বের সৃষ্টি অসম্ভব.
.
বিজ্ঞানের এই বর্ণনা হতে আমরা আজ স্রস্টার প্রমান পেলাম।
সুতরাং একজন স্রস্টা অবশ্যই আছে।
এর দ্বারা আমরা আবারোও প্রমানিত করলাম যে , নাস্তিকেরা যেই যুক্তি
দিয়ে সৃস্টিকর্তা নেই বলে প্রমাণ করে তা বিজ্ঞান অনুযায়িও ভুল...
সুতরাং নাস্তিকতা করার কোন অপশন অন্তত বিবেকবোধ সম্পন্ন মানুষের নাই, থাকতেও পারে না।
সত্য উন্মুচিত হবার পোরেও যারা অন্ধকারে নিমজ্জিত থাকে, তাদেরকে মানষিক রোগি ছাড়া অন্য কিছু বলে বিবেচনা করার
সুযোগ নাই।
.
পরিশেষে সকল কে উদার্ত আহ্বান জানাব , সেই সৃস্টিকর্তার পথে ফিরে আসতে।
তাঁর নাযিল কৃত বিধানের প্রতি ফিরে আসতে।
যার মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম সফলতা।

Facebook:- Ayub Ansary

বৃষ্টি শেষে নীল আকাশ


বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

পদ্মার বুকে সন্ধ্যার আকাশ


ফেসবুক কভার ফটো কালেকশন


শুকনো পাতার উপর বৃষ্টির ফোটা


বাবুই পাখির বাসা


বাবুই পাখির বাসা

 










গ্রামে মাছ ধরার এক অপরূপ দৃশ্য

গ্রামের পথের ধারের নালায় মাছ ধরছেন এক কিশোর

পদ্মার বুকে সূর্যাস্ত

গোধূলী লগনে পদ্মার বুকে ঢলে পড়া সূর্যের বিদায়ী হাসি।