Cute Orange Flying Butterfly ফেব্রুয়ারী 2018 ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

নগর পুলিশের সাক্ষাৎকার




নগর পুলিশের সাক্ষাৎকার 
- আইয়ুব আনসারী  

নগর পুলিশ , নগর পুলিশ ; 
হাতে তোমার কি? 
ছিল আগে টাকার থলে , 
পকেটে রেখেছি ।  

পুলিশ তুমি ? 
অস্ত্র কোথায় ? 
দেখাবো নাকি ? 
যেথায় সেথায় ? 

পোশাক কোথায় ? 
পুলিশ নাকি জনসাধারণ, 
চেনাটাও যে দায়! 
না  লাগে আর পোশাক আশাক , 
ছুটে চলি টাকা যেথা পাই। 

পুলিশ , ও পুলিশ ? 
তুমি নাকি জনতার? 
তোমার নামে কেনো নালিশ? 
নামটা আজ তিক্ত ঘৃণার? 

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

এক নজরে কর্ণফুলী - আইয়ুব আনসারী

"ভ্রমণ অভিজ্ঞতা" 








স্থানঃ- কর্ণফুলী নদী 


বসন্ত মানেই মন মাতানো মনোহর সব দৃশ্য। 
আর এই সময়ে নদী ভ্রমণ সত্যিই অনেক আনন্দদায়ক। 
আপনি এই সময়টা তে নদী ভ্রমণের মতো আনন্দ আর কোথায় খুঁজে পাবেন বলে আমার মনে হয় না।
নীল আকাশ আর নদীর মিতালী দেখলে মনপ্রাণ ভরে যায়।
নীল আকাশের শুভ্র গাঙচিলদের নিরলস টহল দেখলেই মুক্ত আকাশে ঠিক সেভাবেই উড়তে মন চায়।
কিন্তু!! নদী পাড়ের সেই মুমুর্ষু ব্যক্তিগুলোর জীবনযাত্রা'র দিকে নজর গেলেই সব থমকে দাঁড়ায়।
সে কি! আমি যে সাম্পানের উপর আরোহন করেছি সেই সাম্পানের চালকও তো সেখানকারই একজন।
আমরা রঙ বেরঙের মন মাতানো সব সরঞ্জামে সুসজ্জিত থাকলেও তিনি তো অতি সাধারণ বেশেই আমাদের সেবা করে যাচ্ছেন।
.
জীবনের ধাপে ধাপে এমন বাস্তবতা অবলোকন করার জন্য হলেও আমাদের উচিত এমন ভ্রমণ করা। 
এতে একদিকে মন আকাশ প্রশস্থ হবে।
অপরদিকে, সমাজের বাস্তব চিত্র সম্পর্কে সম্যক অবগত হওয়া যাবে।