একুশের কবিতা
- আইয়ুব আনসারি
একুশ একুশ বলছো কেন?
তারিখ টা তো ইংরেজি।
ফেব্রুয়ারি বলে মোদের,
বানাচ্ছ কেন বাংরাজি?
ছালাম,বরকত,রফিক জব্বারের মাতৃভাষায় রক্ত দান,
রাজপথ ঐ রঞ্জিত হলো, প্রতিবাদীরা দিলো প্রাণ।
কোন প্রভুদের করতে খুশি , করছো তাদের অপমান;
গ্রামে গঞ্জে দেখো আজি, রাখছে কারা ওদের মান !!
চাষা কামার তাঁতি জেলে, নিরক্ষর ঐ গ্রামে রয়;
খোজ নিয়ে দেখো শহুরে বাবু , বাংলা তারিখ সঠিক কয়!
পারবে তুমি বলতে কি আজ বাংলা তারিখ,মাসের কথা,
বাংরাজি শুনতে শুনতে বাড়ছে আমার বুকের ব্যথা।
মন্ত্রী আমার মর্যাদাবান স্বাধীনতার পক্ষের মানুষ ,
ইচ্ছে হলেই বলতে পারো, "দূরে ফেলো সব ভ্রান্ত ফানুষ"।
স্লোগান তোল, বাংলা বলো! বাংরাজী সব দূরে ঠেলে দাও;
রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা,হতচ্ছারা সব দূর হয়ে যাও।
রক্ত দিতে পারবা না কেউ, অর্ধেক সাহসী কেহ নয়,
তাইতো তাদের শ্রদ্ধা করো - দাও আনুগত্যের পরিচয়।
৮ই ফাল্গুন করবো স্মরণ, ভাষা শহীদদের আত্বত্যাগ,
কন্ঠে সবাই ধরো শ্লোগান, ফেব্রুয়ারি আজই নিপাত যাক।
আসো আজই আয়ত্ত করি, বাংলা তারিখ মাসের নাম;
শুদ্ধ হতে দেখে মোদের- শান্তি পাবে শহীদ প্রাণ।
#অচিনপুরের_আইয়ুব