Cute Orange Flying Butterfly মাকতাবায়ে শামেলা ডাউনলোড করুন: মোবাইল এবং পিসির জন্য সর্বশেষ ভার্শন ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

মাকতাবায়ে শামেলা ডাউনলোড করুন: মোবাইল এবং পিসির জন্য সর্বশেষ ভার্শন

 বই পড়া জ্ঞান অর্জনের নির্ভরযোগ্য মাধ্যম। সময়ের পরিবর্তনের সাথে সাথে কাগজে ছাপানো বই  প্রবেশ করেছে আমাদের ডিজিটাল ডিভাইস  তথা ট্যাবলেট পিসি, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে। মাকতাবা শামেলা একটি সুবিশাল ভার্চুয়াল লাইব্রেরি। যেখানে সুসজ্জিত আছে সারা দুনিয়ার  সকল নামকরা বইপত্র। 

মাকতাবায়ে শামেলা’র লেটেস্ট অফিসিয়াল ভার্সন ডাউনলোড করুন

মাকতাবায়ে  শামেলা পিসি এবং মোবাইল উভয়ের জন্যই এভেইলএবল আছে। অনেকেই জিজ্ঞেস করেন, “মাকতাবায়ে শামেলা কিভাবে ডাউনলোড করবো?”  আজকের এই পোস্টে আমি আপনাকে দেখাবো মাকতাবায়ে শামেলা ডাউনলোড করার সহজ পদ্ধতি।  

মাকতাবায়ে শামেলা ডাউনলোড করার প্রয়োজনীয় ধাপসমূহ

মাকতাবাতুশ শামেলা ডাউনলোডের মাধ্যমে আপনি খুলে  দিতে পারেন এক অসীম জগতের দরজা, যেখানে আপনি খুঁজে পাবেন দুষ্প্রাপ্য  সকল বইপত্র।  আর পড়তে পারবেন মন চাইলেই যখন-তখন। 

মাকতাবায়ে শামেলা ডাউনলোড ও ইনস্টল: এনড্রয়েড ও আইফোনের জন্য

মাকতাবায়ে শামেলা পাঠকের সুবিধার্থে পিসি, এনড্রয়েড ও IOS এর জন্য সহজলভ্য সফটওয়্যারের ব্যবস্থা করেছেন। এনড্রয়েড ফোনে মাকতাবায়ে শামেলা ডাউনলোড করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন: 


১। আপনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু করে Google Play Store অথবা Apple App Store থেকে ইনস্টল করুন। 
২। ইনস্টল সম্পন্ন হবার পর অ্যাপটি ওপেন করুন। 
৩। প্রয়োজনীয় পারমিশন allow করে দিন। 
৪। আপনার ইনস্টলেশন কমপ্লিট। 

মাকতাবায়ে শামেলা ইনস্টল করার নিয়ম: কম্পিউটার/পিসি’র জন্য

যারা ল্যাপটপ/ডেস্কটপে বই পড়তে পছন্দ করেন তারা খুব সহজেই মাকতাবায়ে শামেলা ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারবেন। 

কম্পিউটারে মাকতাবায়ে শামেলা ডাউনলোড করা

আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু করুন এবং যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করুন। 

এরপর নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে shamela.f.1444.2.iso নামের ফাইলটি ডাউনলোড করে নিন। 

Download Now - Maktaba Shamela ISO

ফাইলটি অনেক বড় হওয়ায় ঝামেলামুক্তভাবে ডাউনলোড করতে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার  করুন।

[ কিভাবে  ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবো? ]

ডাউনলোড সম্পন্ন হবার পর .ISO ফাইলটি মাউন্ট করুন। চাইলে আপনি winrar ব্যবহার করেও ফাইলগুলো  extract করে নিতে পারেন। 

ফাইল extract করার পর স্বাভাবিক নিয়মে ইনস্টল সম্পন্ন করে প্রোগ্রামটি রান করুন। এখন আপনি নিশ্চিন্তে মাকতাবায়ে শামেলা সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। 

(অনেকের কম্পিউটারে শামেলার হোমপেইজে অসমর্থিত  ভাষা দেখা যায়। এই সমস্যা সমাধানের সম্পূর্ণ প্রসেস দেখতে নিচের  ভিডিওটি ফলো করুন। ) 

 

মাকতাবায়ে শামেলার বিভিন্ন সমস্যার কার্যকরি সমাধান: সম্পূর্ণ  বাংলায় 

প্রশ্ন: মাকতাবায়ে শামেলা ডাউনলোড করার জন্য কি ধরণের ডিভাইস প্রয়োজন?

উত্তর: আপনি মাকতাবায়ে শামেলা ডাউনলোড করতে মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে পারেন

প্রশ্ন: মাকতাবায়ে শামেলা কি প্রকারের বই সরবরাহ করে?

উত্তর: মাকতাবায়ে শামেলা একটি ভার্চুয়াল লাইব্রেরি, যেখানে আপনি বিভিন্ন প্রকারের বই পেতে পারেন। চাইলে আপনি নিজের বইও  সেখানে অ্যাড করে রাখতে পারেন। 

প্রশ্ন: মাকতাবায়ে শামেলা বাংলা pdf কিভাবে পাবো? 

অনেকেই জিজ্ঞেস করেন মাকতাবায়ে শামেলা বাংলা pdf পাওয়া যায় কি না? আসলে শামেলা একটি সফটওয়্যার, একক কোন পিডিএফ বই না। এর মধ্যে অসংখ্যক পিডিএফ সংযুক্ত আছে। 


মাকতাবায়ে শামেলা / Maktaba Shamila সংক্রান্ত আপনার কোন মতামত বা  অভিযোগ থাকলে মন্তব্য করতে ভুলবেন না। 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন