নগর পুলিশের সাক্ষাৎকার
- আইয়ুব আনসারী
নগর পুলিশ , নগর পুলিশ ;
হাতে তোমার কি?
ছিল আগে টাকার থলে ,
পকেটে রেখেছি ।
পুলিশ তুমি ?
অস্ত্র কোথায় ?
দেখাবো নাকি ?
যেথায় সেথায় ?
পোশাক কোথায় ?
পুলিশ নাকি জনসাধারণ,
চেনাটাও যে দায়!
না লাগে আর পোশাক আশাক ,
ছুটে চলি টাকা যেথা পাই।
পুলিশ...
সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)