Cute Orange Flying Butterfly আইন নিয়ে পড়াশোনা করে আপনিও হতে পারবেন অ্যাডভোকেট ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আইন নিয়ে পড়াশোনা করে আপনিও হতে পারবেন অ্যাডভোকেট

এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে আপনি হতে পারেন অ্যাডভোকেট, বিচারকন, কিংবা এটর্নি জেনারেল। যেকোনো বিষয়ে অনার্স পাশ সমমান ডিগ্রি অর্জনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাত্র ২ বছরের কোর্স করলেই আপনি এই সুযোগ পেয়ে যাবেন। এতোক্ষণে আইন নিয়ে পড়ার আগ্রহ নিশ্চয় জেঁকে ধরেছে আপনাকে। আইন নিয়ে পড়াশোনা সংক্রান্ত খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করবো আজ। চলুন, শুরু করা যাক। 




বেসরকারি ল কলেজে ভর্তির যোগ্যতা কি? 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি ল কলেজে আইন তথা এলএলবি কোর্সে ভর্তি হতে ৪ বছর মেয়াদি অনার্স পাশের সনদ প্রযোজ্য। ৩ বছর মেয়াদি ডিগ্রি বা ফাজিল পাশেও আইন কলেজে ভর্তি হওয়া যায়। উল্লেখ্য, আইন কলেজে ভর্তির জন্য নির্দিষ্ট কোন সাবজেক্টে পড়াশোনার প্রয়োজন হয় না। অর্থাৎ, আপনি যেকোনো বিভাগ থেকে পড়াশোনা করেই ল কলেজে ভর্তি হতে পারবেন। 

এক্ষেত্রে আপনার সিজিপিএ সর্বনিম্ন ২.০ থাকতে হবে। 


HSC পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি করা যায়? 

না, এইচএসসি পাশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করা যায় না। তবে, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ৪ বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করতে পারবেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ে জুডিশিয়ারি পরীক্ষা দেওয়া যাবে? 

হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদী এলএলবি কোর্স সম্পূর্ণ করে জুডিশিয়ারি পরিক্ষা দেয়া যাবে। তবে, এক্ষেত্রে আপনার বয়স ৩২ বছরের কম হতে হবে। 

২ বছর মেয়াদি এলএলবি কোর্স সম্পূর্ণ করতে কত টাকা খরচ হয়? 

আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করে আপনি এলএলবি সম্পূর্ণ করতে পারবেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সে ভর্তি ফি কত?

ভর্তি ফি ৭২০০ টাকা। এছাড়া বেসরকারি কলেজগুলোতে অতিরিক্ত সামান্য কিছু ফি সংযুক্ত হতে পারে। 

এলএলবি কোর্স ইংরেজিতে নাকি বাংলায় পড়ানো হয়?

বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুটোতেই এলএলবি করতে পারবেন। 

২ বছরের এলএলবি কোর্স সম্পূর্ণ করেই অ্যাডভোকেট হতে পারবো? 

হ্যাঁ, ২ বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করে আপনি অ্যাডভোকেট হতে পারবেন। অ্যাডভোকেট হতে হলে বার কাউন্সিল থেকে মেম্বারশিপ নিতে হবে। 

বাংলাদেশে কতগুলো ল কলেজ আছে? 

দেশে সর্বমোট ৭৯ টি ল কলেজ আছে। এর মধ্যে ৪ টি সরকারি ও ৭৫ টি বেসরকারি প্রতিষ্ঠান। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আইন কলেজ সমূহের তালিকা: 

Number
Code
College NameAddress
10119Bagerhat Law College Bagerhat
20246Satkhira Law College Satkhira
30351City Law College Khulna
40352Central Law College Khulna
50538S.M.R Law College Jessore
60618Shaheed  Ziaur Rahman Law Colllege Jhenaidaha
70714Magura Law CollegeA.G.ACADEMY.M.R.ROAD. MAGURA MAGURA. SADAR
81137Barishal Law College hospital road
91221Pirojpur Law College Sadar Road, Pirojpur
101026Kushtia Law CollegeCourt Para, Kushtia
111517Patuakhali Law CollegeAdalot Para, Patuakhali
121612H.S.S Law College Barguna
131719Sylhet Law CollegeSHAHJALAL BRIDGE ROAD, MENDHIBAGH, SYLHET
141721Metropolitan Law College29, Digonta, Electricsupply Road, Amberkhana, Sylhet-3100
151813Habiganj Law College Habiganj, Sylhet
162131Shaheed Amin Uddin Law College RUPKOTHA ROAD, PABNA SADAR, PABNA
172246Sirajganj Law College Sirajganj
182422Naogaon Law College Naogaon
192563Rajshahi Law College Rajshahi
202564Central Law College Rajshahi
212744Bogra Law College Bogra
222812Joypurhat Law College Joypurhat
232915Lalmonirhat Law College Lalmonirhat
243023Kurigram Law College Kurigram
253242Rangpur Law College Rangpur
263323Gaibandha Law College Gaibandha
273520Thakurgaun Law College Thakurgaun
283750Comilla Law College Comilla
293751Bangabandhu Law College Comilla
303819Brahmanbaria Law College Brahmanbaria
313921Chandpur Law College Chandpur
324013Luxmipur Law College Luxmipur
334015Lakshmipur Ideal Law College Lakshmipur
344113Feni Law College Feni
354221Noakhali Law College Noakhali
364376Bangabandhu Law Temple Chittagong
374377Chittagong Law College Chittagong
384409CoxsBazar Law College CoxsBazar
394604Rangamati Law College Rangamati
404706Khagrachari Law College Khagrachari
414816Netrokona Law College Netrokona
425019Jamalpur Law College Jamalpur
435230Momenshahi Law College Mymensingh
445250Supreme Law College Mymensingh
455417Narsingdi Law College Narsingdi
465332Tangail Law College Tangail
475519Gajipur Law College Gajipur
485613Narayanganj Law College Narayanganj
495707Munshiganj Law College Munshiganj
505818Khandakar Nurul Hossain Law Academy Manikganj
516017Faridpur Law College Faridpur
526116Sheikh Fajlul Karim Selim Law College Gopalganj
536310Bangabandhu Law College Madaripur
546512Central Law College Bijoynagar, Dhaka
556513Dhaka Law College Dhaka
566515Mirpur Law College Mirpur, Dhaka
576516Jatiyo Law College 2/2, Outer Circular Road, Moghbazar, Dhaka-1217
586517Greenview Law College 763/2-A, MONIPUR,Dhaka
596518Mohammadpur Law CollegeS/26, NURJAHAN ROAD,Dhaka
606519Fatema Law College 40/1 Iman ali road,sonaTongor, tenarimor, zigatola, dhaka-1209
616520Metropolitan Ideal Law College 22/ Indira Road, farmgate, Dhaka, 1215
626521Bangabandhu Law College Motijheel, Dhaka
636522Demra Law College 120/1A South Jatrabari, Dil Mohammed Super Market, Dhaka 1204
646523Jane-Alam-Sarkar Law College Dhaka
656524Rupnagar Law College 15/47, RUPNAGAR R/A,Dhaka
666525Eidelkhani Law College Dhaka
676526Dhanmondi Law College Kalabagan 2nd lane
686527Mohanoagar Law College 27/4,Topkhana road segunbagicha, dhaka-1000
696528Bangladesh Law College 14, FREE SCHOOL STREET, HATIRPOOL, DHAKA – 1205
706529Ideal Law College 83, Green Road, farmgate, Dhaka, 1205
716553Liberty Law College 328 Elephant Road, Dhaka
726554Dewan Idris Law College Savar College campus, Savar, Dhaka
736555Capital Law College MOHAKHALI WIRELESS GATE, MOHAKHALI MODEL HIGH SCHOOL, Dhaka
746556Nobel Law College Dhaka
756579New Era Law College Dhaka
767014Patiya Law CollegeA.S. RAHAT ALI HIGH SCHOOL SOUTH BUILDING, PATIYA, CHITTAGONG
772623Nawabganj Law College Chapainawabganj
783441Dinajpur Law College Dinajpur
796514City Law College Khulna

এল এল বি পড়ে কি হওয়া যায়? 

এল.এল.বি পড়ে সহকারি জজ, অ্যাটর্নি জেনারেল, শিক্ষক, অ্যাডভোকেট সহ শতাধিক পেশায় নিযুক্ত হওয়া যায়। 

আইন  তথা এল.এল.বি নিয়ে পড়াশোনা সংক্রান্ত আপনার কোনো স্পেসিফিক জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে অথবা আমাকে ফেসবুকে জানাতে পারেন। 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন