বর্তমান প্রেক্ষাপটে আমার আপুদের সচিত্র কার্যকলাপের কিছু দৃশ্য তুলে ধরলামঃ-
সময় থাকলে পড়বেন । এক্সেস কিছু যদি বলে থাকি তবে তা অবশ্যই জানাবেন...
আর এই সমস্যা থেকে মুক্তির পথ দেখাবেন......
"মা" বোন, বউ, মেয়ে এইসব শব্দগুলো এক হয়ে যে মূল শব্দে রূপান্তরিত হয় তাই #নারী।
নারী শুধু একটা শব্দ-ই না, তারা একটা সম্মানীত জাতি।
আর পুরুষ-মহিলা মিলে যে শব্দ তৈরি হয় তা-ই পিপলস আইমিন সমাজ।
সৃষ্টিশীল পৃথিবীতে আমরা শ্রেষ্ঠজীব।
আমাদের সম্মান অনেক, হোক ইহকাল বা পরকালেই।
তারচেয়েও বড়কথা আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম।
আর শান্তির ধর্ম ইসলাম মানেই আপনি/আমি যা খুশি তা করতে পারবো না।
কিছু ধরাবাঁধা নিয়মকানুন ফলো করে চলতে হবে। এটা শুধু নারীর জন্যে নয়, পুরো মানব জাতীর জন্য অপরিহার্য। ( যারা মুসলিম ধর্মের অনুসারী।)
।
মূল কথায় আসিঃ-
বর্তমান সোস্যাল মিডিয়াতে
"#ফেইসবুক" শীর্ষস্থানে আছে পৃথিবীতে।
এটা এমন ভাইরাল, যে সামান্য একটা স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে যায় হাজার/লক্ষ/
ফেইসবুক আশীর্বাদ আবার অভিশাপ ও বটে।
নিউটনের সূত্র থেকে আমরা জানি;
"To every action there is an equal & opposite reaction"
নিউটন বলে গেছেন, মিথ্যে কি হয়?
।
ফেবুতে একজন ছেলের চেয়ে, একটি ফিমেল আইডির ফ্রেন্ড/ ফলোয়ার অনেক বেশি, প্লাস লাইক/কমেন্ট।
হোক না ফেইক আইডি।
আপনাদের (মেয়েদের) বলছি,
আপনি আমার মায়ের জাত।
তুমি আমার বোন, বউ, প্রণয়ী, বান্ধবীও।
আপনাদের অবশ্যই ভেবেচিন্তে কথাবার্তা বলা উচিৎ, স্ট্যাটাস দেওয়া উচিৎ, কমেন্ট করা উচিৎ।
আজকাল নিউজফিডে চোখ রাখলেই অশ্লীল পোষ্ট পরিলক্ষিত হয়।
ছেলেদের সাথে সাথে মেয়েরা এখন পাল্লা দেওয়া শুরু করেছে। (ফেইক সব না, কিছু কিছু মেয়েও আছে)
পিকচার, আজেবাজে কমেন্ট আর মূলকাহিনী হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস।
সম্পর্ক কি? কাকে বলে? তা আপনারা কতটা বোঝেন?
দুদিন চ্যাট করলেই কঠিন সম্পর্ক হয়ে যায়, তাই না!!!
যে চতুর্থ দিন রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলেন। (যাক সেটা পার্সোনাল ম্যাটার, হস্তক্ষেপ না করাই শ্রেয়)
একটা মেয়ে কিভাবে পারে অশ্লীল পোষ্ট দিতে? তারমাঝে কি লজ্জাশরম নেই? এতটা নির্লজ্জ, বেহায়াপনা মেয়েরা কি করে পাবলিক প্লেসে দেখাতে পারে? (আমি জানতাম মেয়েরা গোপনীয়তা পছন্দ করে।)
তার কি কোন চিন্তা নেই?
অন্যথায় ছেলেরা কিছু করলে মায়ের জাত, বলে পার পেতে চায় প্লাস গালাগাল দেয়। বাট ভার্চুয়ালে মেয়েরা (কিছু সংখ্যক) যে নিজেকে লুলামি করার জন্যে প্রস্তুত করে দেয় তা লক্ষ্যণীয়। কিছু পোষ্ট চোখে পড়ে যা সত্যিই ভাবিয়ে তুলে আছাড় মারে...
মেয়ে-মেয়ে রিলেশনশিপ???
এটা ফান? কখনোই বাংলাদেশে (আমাদের মত ৯০ ভাগ মুসলিম রাষ্ট্রে) এই নষ্ট বিবেক ফান হতে পারেনা?
আপনি কি জানেন এই রিলেশনশিপ এর নাম কি? আপনি কোন দুঃখে #সমকামী হতে যাবেন? আর যদি এতটা খারাপ/জঘন্য রুচির হোন তো তা আপনি বিজ্ঞাপনপত্র দিয়ে সবাইকে জানানোর কি আছে?
ইজ ইট ক্রেডিট? ইজ ইট আইডল? বা কোনপ্রকার পুরষ্কার পাওয়ার যোগ্য?
আপনি কি #সেলেব্রিটি হতে এভাবে চরিত্র বিলীন করবেন? তাও নারী হয়ে!
নারী সম্পর্কে যেখানে "সূরা নিসা" পরিপূর্ণ একটি সূরা ই অবতীর্ণ করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা।
না জানলে জেনে নিন। অনেক ফলপ্রসূ আপনার জন্যে।
।
একজন নারীর একটু উল্টাপাল্টা স্ট্যাটাসে আমরা (ছেলেরা) অন্যান্য নারী সম্পর্কে বিরূপ মন্তব্য করি, বাজে শব্দ ইউজ করে গালাগালি করে থাকি।
কিন্তু সবাই কি এক? দোষ টা কার বলুন? একজনের দোষে সবাইকে ভুক্তভোগী হতে হয়। অথচ আপনার মানসিকতা কিরকম হওয়া উচিৎ কাইন্ডলি নিচে ফলো করুন।
"মাদার তেরেসা" নিজের জীবনের পুরোটা সময় মানবতার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন।(নারী)
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (নারী জাগরণের অগ্রদূত)
নারীদের বন্দী শিবির থেকে মুক্তি দিয়েছেন। দ্বিতীয় বিবাহ সত্ত্বেও স্বামীর প্রতি কি ভালবাসা "তাঁহারেই পড়ে মনে" কবিতা না পড়লে বুঝবেন না।
।
এইরকম বহু নারী আছে যারা নিজের জীবন অকাতরে দিয়ে গেছেন মানুষের কল্যাণে।
মানুষ কে সঠিক পথ দেখিয়ে গেছেন। পারলে ভালো উক্তি করতেন যা থেকে মানুষ শিখবে, জ্ঞান লাভ করবে।
এরা শুধু নারী না মহীয়সী নারী ইতিহাস সাক্ষ্য।
।
কই তারা তো বাজে পথ অবলম্বন করেন নি, মুখ দিয়ে বাজে মন্তব্য করেন নি । সামান্য সময় লোক পরিচিতি অর্জন করতে আপনি কেন নারী হয়ে এমনটি করবেন???
শেষমেষ,
প্রশ্নটি শুধু তাদের জন্য যারা এমন ঘৃণিত কাজ করে,আবার বাধা দিলে বিপরীতে অপমান করে।
নেপোলিয়ন বলেছেন,
"শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিবো"
এবার যা বোঝার নারী হয়ে আপনার বোঝার পালা।
আপনি সন্ত্রাসী/