দুপুরবেলা আমি আর সিজান দুই বন্ধু ঘুমিয়েছিলাম।
অনেকদিন পরে আমাদের দেখা হলো।
তাই এক বেডেই দুজন ঘুমাচ্ছিলাম।
তারপর হটাত ফোনের রিংটোন কানে আসছিল।
-কী করো?
ঃ-এই তো শুয়ে আছি।
- এখন সময় কত তার হুঁশ আছে?
কখন থেকে ফোন দিচ্ছি রিসিভ করছো না।
ঃ-ঘুমিয়ে ছিলাম তাই টের পাইনি।
-নাও এখন ফ্রেশ হয়ে হাইস্কুলের মাঠে চলে এসো জলদি। সেই কখন থেকে আমি বসে আছি তোমার অপেক্ষায়......
ঃ- তুমি আরেকটু অয়েট করো। আমি আসছি....
ফোনটা রেখে আবারও ঘুমিয়ে গেলাম।
কিছুক্ষণ পরে আবারোও একই ব্যাক্তির ফোন।
ফোন রিসিভ না করেই চলে গেলাম ওয়াশরুমে।
রেডি হতে প্রায় আধাঘন্টা লেগে গেল।
এরপরে এক দৌড়েই চলে গেলাম মাঠে।
গিয়েই দেখি সেঁজুতি দাঁড়িয়ে আছে।
.
-সেঁজুতি কি করো?
ঃ- কচু উঠাই। তোমাকে খাওয়ানোর জন্য!!
-কী বলো মানুষ কচু খায় নাকি?
ঃ- কোনদিন কেউ না খেলেও আজ থেকে খাবে।
আর নিয়মিত খাবে।
কথাশুনে ভ্যাবাচ্যাকা লেগে গেল।
এমন সময় পাশের ছোট ছোট কচু গাছের পাতা ছিঁড়ে মুখে গুঁজে দিতে লাগল।
.
-এই এই, এ কি করছ??
ঃ- কচু খাওয়াচ্ছি।
- আসতে দেরী হয়েছে তাই রাগ করেছ???
আর দেরী হবে না কথা দিলাম।
ঃ- সত্যিই?
-অবশ্যই।
এমন সময় সামনের রাস্তা দিয়ে ১ টা মেয়ে পায়ে হেঁটে যাচ্ছিল।
সামনের দিকে নজর দিতেই,,
-এই তুমি ঐ মেয়েটার দিকে তাকালে কেনো?
ঃ- আরে নাহ, আমি তাকাইনি।
-আমার সাথে মজা করো???
(বলেই উঠে একটু দূরে গিয়ে বসতে বসতে,,
ঃ- যাও তোমার সাথে কোন কথা নেই।
আমি চললাম আমার পথে। তুমি ঐ মেয়ে কে নিয়েই সময় কাটাও।
-দেখ সেঁজুতি। তোমার কোথাও ভুল হচ্ছে।
ঃ- আচ্ছা কান ধরে বল যে আর কারোও দিকে তাকাবা না।
- আমি কান ধরতে পারি না।
এ সময়ে সেঁজুতি দাঁড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছিল।
- সেঁজুতি!! কৈ যাও??
ঃ- অন্য ভাল কোন ছেলের দিকে তাকাতে।
- আরে!! কি বলছ এসব। আচ্ছা ( কান ধরে) এই কথা দিচ্ছি তোমাকে ছেড়ে আর অন্য কারোও দিকে তাকাব না।
তবুও একটু শান্তিতে থাকতে দাও প্লিজ।
-কি বললা?? আমি তোমার শান্তি বিনষ্ট করছি??
ঃ-আরে এ!!! আমি সেটা বলিনি।
-সত্যি বলো নি তো।
ঃ- না। সত্যিই বলিনি।
-এই তো এবার লাইনে এসেছ। চলো আমরা ঐ বট গাছের নিচে বসি।
.
এমন সময় সিজান আমাকে লাত্থি মেরে বেড থেকে নিচে ফেলে দিল।
আমি হতচকিয়ে উঠলাম।
এমন সময় সিজান বলে উঠলো, দোস্ত সেঁজুতির কথা তো এর আগে কোনদিন বলিস নি।
একা একা লাইন মারস হ্লা।
.
অনেক কিছুতেই বোঝানোর চেস্টা করলাম যে সত্যিই এমন কিছু নাই।
ঘুমিয়ে ঘুমিয়ে দেখছিলাম।
কিন্তু কেমন জানি বাস্তবই মনে হচ্ছিল।
দোস্ত প্লিজ বিশ্বাস কর...........
রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন