ধানক্ষেত
- আইয়ুব আনসারী
দিগন্তের পাণে তাকাই যতদূর,
সবুজ অপরূপ ধানক্ষেত;
পাখির কলতান সু-মধুর!
এপাশ-ওপাশ, চারিপাশ দোলে,
দখিনা হাওয়ায় ইচ্ছে ঢেউ খেলে।
দেখি ধানক্ষেত অপলক,
সকাল বিকাল সূর্যালোক।
হারাই সবুজের সমারোহের দুনিয়ায়,
দেখি কৃষকের মুখে তৃপ্তির হাসি;
আহা! কায়া ছন্ন মনে সুখ পায়।
.
ছুটি মাঠে বারেবার-ছেড়ে শহুরে ধোঁয়া,
বুক ভরে নিই শ্বাস,
যেন পাই স্বর্গীয় ছোঁয়া।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন