নগর পুলিশের সাক্ষাৎকার
- আইয়ুব আনসারী
নগর পুলিশ , নগর পুলিশ ;
হাতে তোমার কি?
ছিল আগে টাকার থলে ,
পকেটে রেখেছি ।
পুলিশ তুমি ?
অস্ত্র কোথায় ?
দেখাবো নাকি ?
যেথায় সেথায় ?
পোশাক কোথায় ?
পুলিশ নাকি জনসাধারণ,
চেনাটাও যে দায়!
না লাগে আর পোশাক আশাক ,
ছুটে চলি টাকা যেথা পাই।
পুলিশ , ও পুলিশ ?
তুমি নাকি জনতার?
তোমার নামে কেনো নালিশ?
নামটা আজ তিক্ত ঘৃণার?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন