আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
অনেকদিন ধরে নতুন কিছু লেখার সুযোগ হয়নি।
আজ একটি অদ্ভুত ধরণের বিষয় নিয়ে লিখবার ইচ্ছে জাগলো। তাই অবশেষে লিখতে বসলাম।
ভূমিকা শেষ। এবার কাজে নেমে পড়িঃ
আপনি হয়তো অতি উৎসুক হয়ে এসেছেন পোষ্টটি পড়তে। আর আমি আপনাকে এখন পর্যন্ত উৎসাহিত করছি পুরো পোষ্ট টি পড়বার জন্য।
আশাকরি আপনি পুরোটি পড়বেন। ( ইনশাআল্লাহ্ )
উল্লিখিত বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই প্রেম সম্পর্কে কিছু কথা বলতে হয়।
প্রেম সম্পর্কে আমি পূর্বে অনেক ধরণের যুক্তি দেখিয়েছি। সেই সাথে দেখিয়েছি শারয়ী বিধানসমূহ।
আপনি কখনো না পড়ে থাকলে এখানে ক্লিক করে পড়ে আসুন।
প্রথমত প্রেমের সম্পর্ক মানেই অবৈধ সম্পর্ক।
প্রতিটি মুসলিমের উচিত এ ধরণের অসামাজিক কর্মকাণ্ড থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা।
কেননা, এমন সম্পর্কের পেছনে রয়েছে আল্লাহ্ এবং তাঁর রাসূলের ( সাঃ ) অভিসম্পাত। ( আল্লাহুম্মাগফিরলী )
সুতরাং আমাদের প্রথম করনীয় কাজ হচ্ছে প্রেম থেকে দূরে থাকা। কাউকে প্রেমের ফাঁদে আটকানো কখনোও ভালো কাজ নয়।
আর এর পরিণামও ভালো হবেনা।
এবার আসি আজকের পোষ্টের শিরোনাম প্রসঙ্গে...
জাদু ! একটি হারাম কাজ। এ ব্যাপারে ইসলামী শরিয়তে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
জাদু একটি অভিশপ্ত কাজ। এর দ্বারা আল্লাহর সাথে অন্য বস্তুকে শরীক করা হয়।
জাদু করার মাধ্যমে মানুষ মুসলিম থেকে খারিজ হয়ে কাফির হয়ে যায়।
জাদু সম্পর্কে আল্লাহ রাব্বুল আ'লামীন পবিত্র কালামে মাজীদে বহু আয়াত নাযিল করেছেন।
তন্মধ্যে জাদুর ইতিবৃত্তান্ত জানার জন্য আপনি সূরাতুল বাক্বারাহ্ এর ১০২ নং আয়াতের তাফসীর দেখতে পারেন।
জাদু একটি গর্হিত কাজ। আপনি যদি কখনো জাদুকরের কাছে যান আর কাউকে বশ করার জন্য বা কারো ক্ষতি করার জন্য জাদু করেন তবে আপনি সঙ্গে সঙ্গেই অমুসলিম হয়ে যাবেন।
আর পরকালে আপনি জান্নাত অর্জন করতে পারবেন না।
ভোগ করবেন অনন্তকালীন শাস্তি।
সুতরাং জাদু থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
আমাদের আগামী টপিকঃ
** জাদু সম্পর্কে ভ্রান্ত ধারণা**
জাদু সংক্রান্ত যে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেইজে কমেন্ট / ইনবক্সে বলতে পারেন। আমরা যথাসম্ভব মানসম্পন্ন উত্তর প্রদান করবো। ( ইনশাআল্লাহ্ )
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন