জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এক ভাইয়ের সাথে আমার কিছুক্ষনঃ-
নবিনগর থেকে মানিকগঞ্জ যাচ্ছিলাম।
জানালার পাশের সীটেই বসেছিলাম। একটু বাতাস খাওয়ার জন্য। হটাত একজন ভদ্রলোক পাশের সীটে বসল।
বসেই প্রশ্ন ছুঁড়ে দিল, কোথায় যাবা?
আমিঃ- জ্বী ভাইয়া, আমি মানিকগঞ্জ পর্যন্ত যাব।(কাউকে অতিরিক্ত প্রশ্ন করাটা আমার কাছে বিরক্তিকর বলে কিছু বললাম না, চুপ রইলাম।)
তিনি আবারোও প্রশ্ন করলেনঃ- কোথায় পড়াশোনা করো?
আমিঃ- _______ পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনা করছি।
(আমার কথা শুনেই তিনি কেমন জানি মুখটা বাঁকা করলেন।)
আবারোও বলতে লাগলেনঃ- কোন ডিপার্টমেন্টে কোন শিফটে পড়ো?
আমিঃ- সিভিল ___ সেমিস্টার , ১ম শিফট।
তিনিঃ- এসব পড়ে কি করবা? পলিটেকনিকে তো যায় বলদ স্টুডেন্টরা।
ডিপ্লোমা করে কি হবে?
(এতক্ষণ শুনেই যাচ্ছিলাম)
আবারোও বলতে লাগলেনঃ- কিছু সাধারন জ্ঞান ধরলে পারবা?
আমিঃ- চেস্টা করব।
তিনিঃ- বলতো দেশে কয়টা বিভাগ রয়েছে?
আমিঃ- বর্তমানে দেশে ৮ টি বিভাগ রয়েছে। আরোও একটি প্রস্তাবিত।
তিনিঃ- ৭ টা থেকে ৮ টা ! শেষের টা কি তোমার বাবায় বানাইছে?
আমিঃ- সরি ভাইয়া। আপনি এ ব্যাপারে প্রথমে বিস্তারিত জানুন। তারপর বিতর্ক করুন।
তিনিঃ- এসব সাধারণ জ্ঞান আমার ঠোঠস্থ। এমনিতেই অ্যাডমিশন হয়নি।
পারলে ধরে আটকাও।
আমিঃ- না ভাইয়া। আমি প্রশ্ন করতে পারবো না।
তিনিঃ- জানা থাকলে তো করবা?
আমিঃ- আচ্ছা বলেন তো দেশের সবচেয়ে বড় বিল এর নাম কি এবং কোথায় অবস্থিত?
তিনিঃ- চলন বিল। দেশের উত্তরাঞ্চলে অবস্থিত।
আমিঃ- আমি জানতে চাচ্ছিলাম কোন জেলায় ?
তিনিঃ- এটা কোন প্রশ্ন হলো? আমি বলেই দিলাম যে উত্তরাঞ্চলে।
আমিঃ- আচ্ছা বুঝলাম। পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
তিনিঃ- পলাশীর যুদ্ধ হয়েছিল পলাশীর প্রান্তরে। এখানে কোন নদীর নাম উল্লেখ নাই।
আমিঃ- ঠিক আছে ভাইয়া। আমি আর কিছু প্রশ্ন করতে পারবো না।
তিনিঃ- আমারোও নামার সময় হয়েছে। নয়তো তোমাকে কিছু শেখাতাম।
আমিঃ- ঠিক আছে ভাইয়া। দোয়া করবেন।
এখন দেখুনঃ-
আমি ডিপ্লোমা করি এটা আমার পছন্দ অনুযায়ি।
আর তিনি জাবিতে পড়েন তার পছন্দানুযায়ি।
কিন্তু তিনি যে পার্ট নিলেন সেই অনুপাতে তিনি কচু জানেন।
আসলে এখনোও এমন ব্যাক্তি আছে বলে জানতাম না।
যিনি নিজেই কিছু জানেন না। তিনিই অন্যকে জ্ঞান দিচ্ছেন।
কিন্তু গতকাল তার প্রমান পেয়েই গেলাম।
আসুন আমরা সকল স্তরের মানুষদেরকে ভালোবাসতে শিখি।
তাদেরকে মূল্যায়ন করতে শিখি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন