টিনপিডিয়া ( Teenpedia ) একটি উন্মুক্ত টিনেজ বিশ্বকোষ।
আজকের টিনেজরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু! দুঃখজনক হলেও চরম সত্য এটিই যে, আমাদের টিনেজরা সঠিক দিক নির্দেশনার অভাবে সুবোধ অর্জনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
জীবনের সূচনালগ্নেই অধিকাংশ টিনেজ পা পিছলে পড়ে যাচ্ছে। জীবনকে সঁপে দিচ্ছে মাদক নামক অরাজকতার নিকট। মাদকের যোগান না পাওয়ায় বা মাদকের নেশার ঘোরে তারা লুটপাট, খুন-খারাবি সহ ধর্ষণের মতো নেক্কারজনক কাজ সানন্দে করে যাচ্ছে।
সব মিলিয়ে আগামীর দিনগুলো যেনো এক অন্ধকারে পতিত হতে যাচ্ছে।
আগামীর বিশ্বকে এগিয়ে নিতে হলে আর দূর্নিতিমুক্ত সমাজ গড়তে হলে আমাদের অবশ্যই এই টিনেজ প্রজন্মকে সুবোধ দান করতে হবে। তাদের পরিচালিত করতে হবে ন্যায়ের পথে।
বোঝাতে হবে ন্যায় অন্যায়ের পার্থক্যগুলো। বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে হবে আমাদের এই তরুণ প্রজন্মকে।
তাদের বোঝার চেষ্টা চালিয়ে যেতে হবে। টিনেজদের কি ভালো লাগে আর কি অপছন্দের সেগুলো নিরূপণ করতে হবে।
সব মিলিয়ে তাদের প্রফুল্লতা দানের মাধ্যমে সঠিক মূল্যবোধ শেখাতে হবে।
আর এই কাজগুলো সুচিন্তিতভাবে করার লক্ষ্যেই এগিয়ে চলেছে আমাদের #টিনপিডিয়া।
আজই আপনি এবং আপনার পরিবার নিয়ে যুক্ত হোন টিনপিডিয়াতে।
চলুন, হাতে হাত রেখে একসাথে দেখি এক সোনালি স্বপ্ন...
TeenPedia |
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন