Cute Orange Flying Butterfly অলস কবি ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

অলস কবি

অলস কবি
- আইয়ুব আনসারি
কবি, লিখোনা কেন স্মৃতিময় কাব্য;
লিখো না কেন গান?
গেল কত ঋতু, আসলো হেমন্ত;
মাঠে পাকিলো ধান।
কাটিলো শীত,
আসিলো বসন্ত, পাখির কলতান।
কবি লিখো না কেন গান?
কি লিখবো আর কবিতা কাব্য,
কি লিখবো গান?
দিতো মোরে যে উতসাহ প্রেরণা;
আজ নেই তার সন্ধান।
চলে গেছে সে, গত শরতে;
দিয়ে আমাকে ফাঁকি।
বলো এখন কি দিয়ে আজ
কাব্যের ছন্দ আঁকি?
তাকে ছাড়া কি হয় না কাব্য?
চেয়ে দেখ, খুঁজে পাবে আজ নতুন ছন্দ।
চেয়ে দেখ বসন্তে আজ,
ফুটিয়াছে কতো ফুল।
ছড়িয়েছে নানান ফুলের গন্ধ।
প্রকৃতি সাজিয়েছে আজ নতুন সাজে,
উঠো কবি, নিস্তব্ধ থাকা কি সাজে?
ধরো কলম, লিখতে থাকো,
কবিতা,গল্প,গান।
লেখনিতে আজ করে ফেলো সব;
দুঃখের অবসান।
ফুলের গন্ধ পারে না দিতে;
কাব্য-ছন্দের খোঁজ।
সে যদি আজ থাকত পাশে;
কাব্য লিখতাম রোজ।
facebook:- Ayub Ansary


Ayub Ansary


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন