Cute Orange Flying Butterfly ভাবুক মন ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

ভাবুক মন



নিস্তব্ধ নিশি;
বিষন্ন মন।
একাকি বসি;
ভাবি সারাক্ষণ।

ভাবে এ মন;
কি এ ভূবন?
কেনই বা এর সৃষ্টি!
চারিদিকে ফিরায় দৃষ্টি।
শুধু দেখে তম;
হল কি স্মৃতিভ্রম?

তাহলে কি এ সুতাকাটা ঘুড়ি?
নাই যার জুড়ি!
যার নাই কোন বাধা,
ঘোরে-ফিরে, বেড়ায় সদা।
ভাবে এই মন,
হোয়্যার ইজ মাই ডেসটিনেশন??

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন