চলেছি এক পথ ধরে,
জীবনের স্বার্থ হাসিলের তরে ;
তবে পথটা পিচ্ছিল কর্দমময়।
পদ পিছলাবার আতঙ্কে
মনে সদা সংশয়।
আজোও চলছি আমি একা,
এক সাধু পথিক বেশে।
তবুও মনে ভয়,
কবে বুঝি হায়;
কে জায়গা নেয় এই দেশে!
তবুও জপি বারে বার,
সে গন্তব্যের বানী।
এসেছে বিপদ,
আরোও আসবে জানি।
লক্ষ্য সে-তো বহুদূর,
দেশ-বিদেশ তেপান্তর...
ভেদিতে হবে গহীণ অরণ্য,
হয়তোবা পথ কন্টকাকীর্ণ।
মনে নিয়ে সাফল্যের প্রত্যয়,
পথ চলেছি বেশে দূর্জয়।
শীর্ষে পদচারণার তরে,
সফল হয়ে ফেরার তরে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন