স্বাধীনতা তুমি ধর্ষিতা নারীর গলাকাটা লাশ;
স্বাধীনতা তুমি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের প্রয়াশ।
স্বাধীনতা তুমি দূর্নিতির কালো হাত;
স্বাধীনতা তুমি রাজনীতির নামে অযথা রক্তপাত।
স্বাধীনতা তুমি নারীর নগ্নদেহ;
স্বাধীনতা তুমি atheist দের কেহ?
স্বাধীনতা তুমি চোরের খনি;
স্বাধীনতার নামে ধার্মিক হয়রানি।
স্বাধীনতা তুমি বড়ই স্বার্থপর;
স্বাধীনতা তুমি ঘুচাবে না এ অন্ধকার?
স্বাধীনতা তুমি দু'নারীর অলংকার;
স্বাধীনতা তুমি বাস্তব রূপে কবে ফিরবে আবার??
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন