Cute Orange Flying Butterfly সুখী মানুষ ~ ‎অচিনপুরের আইয়ুব‬
আস-সালামু আলাইকুম। আমি আইয়ুব আনসারি। আমার লেখাগুলো পড়তে প্রত্যহ ব্লগটি ভিজিট করুন

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

সুখী মানুষ

--- সুখী মানুষ --

                                                                                                       - আইয়ুব আনসারি ( Ayub Ansary )


 তোমরা সকালে ঘুম থেকে উঠে বেড-টি আর ড্রাই কেক না পেয়ে মা অথবা কাজের বুয়াকে বকা দিচ্ছ। আর ওরা সকালে পান্তা ভাত আর কাঁচা মরিচ পেয়েই সুখী। এমনকি ওদের সন্তানেরাও সকালে উঠে নিজ দায়িত্বে খেয়ে নেয়।

 তোমরা ব্র্যান্ডের ব্রাশ আর বিদেশি পেষ্ট ছাড়া দাঁত মাজ না। ওরা নিম গাছের ছোট একটি ডালেই সুখী।

 তোমাদের লাল, নীল, গোলাপী বিভিন্ন রংয়ের বিভিন্ন ডিজাইনের ব্যাগ আছে।
বাজারে সর্বশেষ মডেল আসার ২দিনের ভেতরেই তা তোমাদের কাঁধে উঠে না আসলে মন খারাপ হয়ে যায়।
তোমরা স্কুলে গাড়ি ছাড়া পায়ে হেঁটে যেতে পারনা। আর ওরা কোমরে অথবা বুকে বইগুলো চাপিয়েই বের হয়।
 ওদের স্কুলগুলো দু-তিন কিঃমিঃ দুরে হলেও পায়ে হেঁটে যায়। এভাবেই ওরা সুখী।

 স্কুল ফিরতে চক-বার, চটপটি-ফুচকা, কিটক্যাট-চিপস্ না খেলে তোমাদের চলেই না।
আর ওরা ফিরতি পথে ৩-৫ টাকার বুট বাদামেই খুশি।

 শাওয়ার ছেড়ে তার নিচে দাড়িয়ে বসে তোমরা কল্পনার জগতে হারিয়ে যাও। কাঙ্খিত সাবান-শ্যাম্পু না পেলে মন ভেঙ্গে যায়।
আর ওরা নদী খালে সাঁতরে আনন্দ খুজে পায়।

 রান্নার সময় কল ঘোরাইলেই তোমরা পানি পাও। ফিল্টারের পানিতে হাল্কা গন্ধ পেলেই তোমরা অভিযোগ তোল।
আর ওরা দুর দুরান্ত থেকে খাবার পানি বয়ে নিয়ে আসে যার এক ফোটাও অনেক দামি ওদের কাছে। কই, ওরা কি অসুখী??

 দুপুরের খাবারে তোমরা দুই পদের মাংশ না হলে খেতে পার না। বৈদ্যতিক পাখার বাতাস ছাড়া তোমরা বিশ্রাম কল্পনাই করতে পার না।
অথচ
 ওরা সস্তা লাল ভাত, পুঁটি মাছ আর ডালেই সন্তুষ্ট। খোলা পরিবেশের মৃদু বাতাসেই ওরা তৃপ্ত। কই, ওরা তো সুখী।

৪২" টিভির পর্দায় তোমরা মানুষগুলোকে ছোট দেখতে পাও। ভিডিও গেমে হেরে গিয়ে তোমরা চোখের জল ভাসাও। এর ফাঁকে পপকর্ন চিপস্ চিবাতে থাকো।
আর ওরা বিকেলে বিলে খেলে, ঝিলে ঘুরে অবসর কাটায়। শাঁপলা ফুল আর ডাটাই হয় ওদের খাদ্য। তবুও ওরা সুখী।
 
তোমরা সন্তানের স্কুল থেকে আনার দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দাও। চাওয়া পুরণ না হলে মুখ ভার করে থাক।
আর ওরা কোন কাজ  "আমি করি না আমি করি"  বলে টানাটানি করতে থাকে। কোন চাওয়া পাওয়া না নিয়ে বেঁচে থেকেই ওরা সুখী।
 
তোমরা বাস্তবতা বুঝতে চাওনা। তোমরা জীবন থেকে তেমন কিছুই শিখতে পারনি। তোমাদের জীবন ব্যার্থ। আজ তোমাদের ওদের পরিবেশে ছেড়ে দিলে বাঁচতে পারবে না। আর ওদের যদি তোমাদের পরিবেশে ছেড়ে দেওয়া হয়, ওরা দিব্যি বেঁচে থাকবে।

সত্যিই বাস্তবতা বড় কঠিন। 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন